মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আলোচনা সভা কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসম্মেলন বাস্তবায়ন এবং জেলা কমিটির পরিচিতি উপলক্ষে ‘আকিদায়ে খতমে নবুওয়াত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলার নেতৃবৃন্দ।

কাল ২৫ নভেম্বর (সোমবার) বাদ জোহর থেকে এশা পর্যন্ত সাভারের প্রাণকেন্দ্র বাইতুল আমান জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স প্রাঙ্গণে আকিদা বিষয়ক শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটি আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর সাহেব)।

এছাড়াও রাসূল সা.-কে অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড ও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিষয়েও দেশের শীর্ষ ওলামায়ে কেরামগণ আগামী দিনের কর্মপন্থা ও কর্মপদ্ধতির উপর বক্তব্য প্রদান করবেন।

এতে মুখ্য ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের মুহাদ্দিস মাওলানা মুফতি ইমাদুদ্দীন, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

এছাড়াও আলোচনা করবেন- মুফতি সাঈদ আহমদ লাকসামী, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, মাওলানা আলী আশরাফ তৈয়ব, মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা মুফতি বাহাউদ্দিন, হাফেজ মাওলানা আতাউল্লাহ, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মুফতি গাজী সিদ্দিকুর রহমান ও মাওলানা আব্দুল্লাহ ফিরোজী।

এছাড়াও আরো উপস্থিত থাকবেন- হযরত মাওলানা মুফতি হামেদ জহিরী, হযরত মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, হযরত মাওলানা আশিকুর রহমান কাসেমী, হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, হযরত মাওলানা আব্দুল্লাহ, হযরত মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফীর খলিফা, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী।

সার্বিক তত্ত্বাবধানে থাকবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও বাইতুল আমান জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের প্রিন্সিপাল মুফতি নাজমুল হাসান বিন নূরী ও সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহেদ জহিরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ