মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

ভারতের মহারাষ্ট্রে শপথ গ্রহণের পরই নিখোঁজ ৫ সাংসদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চমকের পর চমক নিয়ে হাজির হচ্ছে মহারাষ্ট্র। সরকার গঠনের আগে পর্যন্ত ঠিক ছিল, মহারাষ্ট্রে সরকার গড়বে শিবসেনা-এনসিপি।

আজ শনিবার সেই হিসেব পাল্টে সরকার গড়ল বিজেপি-এনসিপি একাংশ। এ নিয়ে ভাঙনের সুর বাজতে শুরু করেছে এনসিপিতে।

দলের প্রতি কতজনের আনুগত্য আছে তা জানার জন্য সভা ডাকেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। কিন্তু, সভা থেকে নিখোঁজ হয়ে যান দলের ছয়জন সাংসদ। খবর এনডিটিভির।

এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা দেবেন্দ্র ফারনাভিস দ্বিতীয়বার শপথ গ্রহণের পর ওয়াই বি চহ্বন সভাগৃহে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন শারদ পাওয়ার।

দলের প্রতি কতজন অনুগত তা খতিয়ে দেখতেই এই সভা ডাকেন এনসিপি প্রধান। সেখানেই দলের ছয়জন সাংসদের হঠাৎ নিখোঁজ হওয়ার খবর আসে। পরে বৈঠকের মাঝে আচমকা উপস্থিত হন দলের প্রথম সারির নেতা ধনঞ্জয় মুণ্ডে।

বাকি পাঁচজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ধনঞ্জয় মুণ্ডেও অজিত পাওয়ারের সঙ্গে দলবদলের খেলায় ছিলেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় বিধায়কের মধ্যে রয়েছেন অজিত পাওয়ারও। তবে খুব শীঘ্রই তারা দলে ফিরে আসবেন। এ প্রসঙ্গে আরও খবর, এনসিপির ওই পাঁচ বিদ্রোহী সাংসদকে সম্ভবত দিল্লিতে নিয়ে এসেছে বিজেপি।

অনেকে বলছেন, পাঁচ নয় মোট নয় জনকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। এরা হলেন দৌলত দারোদা, নড়হরি জিরোয়ার, সুনীল ভূসার, দিলীপ বাঁকার, অনিল পাতিল, নিতিন পাওয়ার, সুনীল শেলকে, বাবাসাহেব পাতিল এবং সঞ্জয় বনসন।

তাদের ফেরাতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছে যান দলের অন্য কয়েকজন সাংসদ। কিন্তু খালি হাতে ফিরে আসেন তারা। পরে শিবসেনা সাংসদরা ফিরে আসেন এনসিপি সদর দফতরে। তাদের সঙ্গে একজন নিখোঁজ দলীয় নেতাও ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ