মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

বিশ্বব্যাপী জ্ঞানীদের তালিকায় সৌদির ১৪ বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী জ্ঞান ও গবেষণার ক্ষেত্রে স্বাক্ষর রেখে নতুনভাবে আলোচনায় এসেছে সৌদি আরব। এ বছর ১৪ জন বিজ্ঞানী পুরষ্কার পেয়েছেন গবেষণায়।

আল-আরাবিয়ার বরাতে জানা যায়, সৌদি আরবের কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কেএএসটি) এর ১৪ জন বিজ্ঞানী ২০১৯ সালের গুণি গবেষকদের তালিকায় যুক্ত হয়েছেন।

আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদন ও তাদের একাডেমিক প্রচেষ্টা  আর তাদের গবেষণার কারণে এ বিজ্ঞানীদের তলব করা হয়েছে।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টনি চেন বলেন, গবেষণা একাডেমিকস এবং বিশ্বের নামী বিজ্ঞানীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয় গর্বিত। কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। এটা আমাদের দেশের জন্য গৌরবের।

তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ১৪ জন বিজ্ঞানী আন্তর্জাতিক গবেষকের তালিকায় যুক্ত হওয়া আমাদের এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০ বছরের ক্যারিয়ারের বৃহত্তম সাফল্য বলে আমরা মনে করি।

তিনি আরো যুক্ত করেন, কিং আবদুল্লাহ সায়েন্স ভ্যাটিকোলজির গবেষকদের বিশ্বব্যাপী তালিকায় যোগদানের ফলে সৌদি আরবে জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে আরও সুযোগ তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রচেষ্টার ফলেই আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা তাদের ধন্যবাদ জানাই।

বিজ্ঞানীদের এ বিশ্বব্যাপী তালিকায় ৬০টি দেশের বিভিন্ন ক্ষেত্রে উচ্চ অভিজ্ঞতার ভিত্তিতে ৬২১৭ জন গবেষক ও বিজ্ঞানী অন্তর্ভুক্ত রয়েছে।

আল-আরাবিয়া অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ