মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

চেয়ারম্যান নয়, কর্মী হিসেবে কাজ করব: পরশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমি যুবলীগের চেয়ারম্যান নয় একজন কর্মী হিসেবে কাজ করব বলে মন্তব্য করেছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। যুবলীগের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, ১৫ আগস্ট আমার বাবা যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং আমার মা আরজু মনিকে প্রাণ দিতে হয়েছিল। এসময় তিনি আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি বলেছিলেন আওয়ামী শহীদের রক্ত দ্বারা তৈরি একটি অনুভুতির নাম। আমি একজন শহীদের সন্তান। ছোট বেলায় আমি এবং আমার ভাই শেখ ফজলে নূর তাপস মা-বাবাসহ অন্যান্য স্বজনদের হারিয়েছি। তাই আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম। আমাদের দু:খ শুধু বঙ্গবন্ধু কন্যাদ্বয় শেখ রেহেনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করেন।

রাজনীতি থেকে দূরে থাকার কারণ তুলে ধরে বলেন, যে মানুষ জাতির জন্য এতো ত্যাগ স্বীকার করেছে তাকে যখন এতো নির্মমভাবে ষড়যন্ত্রকারীরা হত্যা করতে পারল, আশাহত হওয়াটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুর ত্যাগ এবং তার কন্যার দেশের প্রতি হৃদয়ের ভালবাসা থেকে আমি সাহস পাই। তাই আজ আমি আপনাদের সামনে বলতে চাই, আমার উপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে আমি সম্পূর্ণ সততার সঙ্গে দায়িত্ব পালন করব।

তিনি আরও বলেন, যুবলীগের একজন সভাপতি হিসেবে নয়, একজন কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করব। আপনারা আমার শক্তি হবেন, আমাদের শক্তি হবেন। আমার বাবা মনি বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই সংগঠন করেছিলেন। স্বাধীনতার পর পর দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল তা প্রতিহত করার জন্যই এই সংগঠন কাজ করেছে।

পরশ বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, কিন্তু ১৫ আগস্টের ষড়যন্ত্রের কারণে সে বিপ্লব সম্পূর্ণ হয় নাই। আজকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের একটি কর্মসূচি হিসেবে দেখি। আমিসহ যুবলীগের সকল কর্মীদের একটাই দায়িত্ব-বঙ্গবন্ধু কন্যার কর্মসূচি সফল করার জন্য আমরা কাজ করব। তাই আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে এই বিশ্বাসের বন্ধনকে আরো সুদৃঢ় করতে পারি। আমার চেষ্টা থাকবে যুব সমাজ যেন আই হেটস পলিটিস কালচার থেকে বেরিয়ে এসে জয়বাংলা জয়বন্ধু বলে নিজেদের দেশের কাজে নিয়োজিত করবে। আমাদের একটাই পরিচয় বঙ্গবন্ধু কন্যার একজন সাধারণ কর্মী।

উল্লেখ্য, শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির বড় পুত্র এবং সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বড় ভাই। পরশের ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ইতোমধ্যে রাজনীতিতে এসে সংসদ সদস্য হয়েছেন। চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ