শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুফতি রুহুল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির, গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, মুফতি রুহুল আমীন বেশ কিছুদিন ধরে এলার্জি, এ্যাজমা, হাপানী ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) দুপুরে  তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খাদেমুল ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ তাসনীম আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, বর্তমানে মুফতি রুহুল আমীন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মেডিসিন বিভাগের প্রফেসর আতিকুর রহমানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, মুফতি রুহুল আমীনের সুস্থতা কামনা করে গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষার্থী ও পরিবারের স্বজনরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ