মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
অনুমোদনহীন ডিগ্রি, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে শোকজ ২২০ আসনে লড়বে জামায়াত, বাকিগুলো শরিকদের ‘যারা বলে শরিয়া কায়েম করবে না শরিকদের উচিত তাদের সঙ্গ ত্যাগ করা’ দুই পদে জনবল নেবে জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গাজায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাস, ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৪০০ ঘর পুড়ে ছাই একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

'ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং এ সংক্রান্ত কোন মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ১০জন আলেম। ১৯ নভেম্বর (মঙ্গলবার) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতি প্রদানকারী ১০ আলেম হলেন- মাওলালা আব্দুর রহমান, মাওলানা সাখাওয়াত, মাওলানা শওকত আলী, মাওলানা নুরুল আলম, মাওলানা বদরুজ্জমান, মাওলানা ফাহিমুর রহমান, মাওলানা আব্দুল কাহহার, মাওলানা মুজিবুল হক, মাওলানা মোহাম্মদুল্লাহ, মাওলানা রাসেল একরাম।

বিবৃতিতে তারা বলেন,“ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে আমরা দীর্ঘদিন থেকে চিনি, প্রথম জীবনে তিনি মাদরাসায় লেখাপড়া করেছেন। বর্ষীয়ান এই রাজনৈতিক সারাজীবন আলেম-ওলামাদের সম্মান ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অব্যাহতভাবে পরিশ্রম করেছেন। তিনি মর্যাদা রক্ষায় কাজ করে চলেছেন। কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতির ব্যাপারে তার অবদান স্মরনীয় হয়ে থাকবে।”

আলেম বান্ধব এই ধর্মপ্রাণ মানুষটির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য ওলামায়ে কেরামের প্রতি বিশেষ আহবান জানিয়ে তারা বলেন,“অপপ্রচারের কারণে কোন হকপন্থি আলেম কষ্ট পেয়ে থাকলে ধর্মপ্রতিমন্ত্রী তাদের প্রতি সহানুভূতি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। দেশের শ্রদ্ধাভাজন আলেমেদীন আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশের কো-চেয়ারম্যান ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলীকে নিয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন।”

“কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল সে বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাট পেস্ট’ করে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, এ ব্যাপারে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পরেও আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, একটি ষড়যন্ত্রকারী মহল বিষয়টি নিয়ে জল ঘোলা করছে এবং নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয় “সুতরাং এ বিষয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা দীন ধর্ম এবং ইসলামকে তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, স্বেচ্ছাচারিতা করে এবং দেশের স্বাধীনতা ও স্বার্থবিরোধী কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।”- বিবৃতি

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ