আওয়ার ইসলাম: জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং অনলাইন ক্যাসিনো ব্যবসার হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে মামলা দুটি দায়ের করা হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলা দুটির অভিযোগে বলা হয়েছে, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া চার কোটি ৩৪ লাখ অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং অনলাইন ক্যাসিনো ব্যবসার হোতা সেলিম প্রধান ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমানকে গ্রেপ্তার করে র্যাব। টেন্ডারবাজি ও অস্ত্র চোরালানের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সেলিম প্রধানকে।
-এএ