সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


কোন মুসলমান মহানবী সা. এর অবমাননা সহ্য করতে পারে না: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, কোন মুসলমান মহানবী সা. এর অবমাননা সহ্য করতে পারে না। একজন মুসলমান তার পরিবার পরিজন সন্তানাদি এমনকি নিজের জীবনের চেয়েও মহানবী সা. কে বেশী ভালবাসে।

৯২ভাগ মুসলমান অধ্যুষিত এ ভূখন্ডে আল্লাহ ও মহানবী সা. তথা ইসলামের অবমাননা কোনভাবেই বরদাস্ত করা যায় না। আল্লাহ ও মহানবী সা. তথা ইসলামের অবমাননা বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রনয়ন করতে হবে। ভোলার বোরহানউদ্দিনে তাওহিদী জনতার প্রতিবাদ সমাবেশে পুলিশের নির্বিচার গুলিতে নিহত ও আহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।

ভোলার সাধারণ জনতার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল বিকাল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ।

যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, কে এম নজরুল হক, মাওলানা তোফাজ্জ¦ল হোসাইন মিয়াজী।

প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, মাষ্টার সাইফ উদ্দিন, ডাঃ এ এ তাওসিফ, মাষ্টার সিরাজুল ইসলাম, বুরহান উদ্দিন সিদ্দকিী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম।

মাস্টার আবদুল মজিদ, মাওলানা সাঈদ আহমদ, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা আইউব আলী, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ ্ধসঢ়;অলম, মাওলানা আজিজুল হক, মাওলানা এস এম সালাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, প্রভাষক মোঃ আবদুল করিম, অধ্যাপক এ কে এম মাহবুব আলম, মাওলানা সাইয়্যেদুর
রহামন, মুফতি শিহাবুদ্দিন, মাওলানা আবদুল হাই প্রমুখ।

বৈঠকে আগামী ২৫ ডিসেম্বর ২০১৯ রাজধানীর কাজী বশির মিলনায়তনে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দশম অধিবেশন বাস্তবায়নে সারাদেশে সাংগঠনিক সফরসহ বিস্তারিত পরিকল্পনা গ্রহন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ