মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ফিলিস্তিনকে সমর্থন করায় সিএনএনের বিশ্লেষক বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘেরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক সিএনএনের এক বিশ্লেষক ফিলিস্তিনের সমর্থনে কথা বলেন। ফিলিস্তিনের সমর্থনে কথা বলায় তাকে তার কর্মস্থল থেকে বহিষ্কার করা হয়।

যুক্তরাষ্ট্রের সিএনএন নিউজ বিশ্লেষক মার্ক ল্যামন্ট হিল জাতিসংঘে ফিলিস্তিনের সমর্থনে কথা বলার পর তাকে বহিষ্কার করা হয়। এ রাজনৈতিক বিশ্লেষক জাতিসংঘের একটি অনুষ্ঠানে তার বক্তব্যে ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং ইসরাইলের কার্যক্রমের বিরুদ্ধে কথা বলেন।

মার্ক ল্যামন্ট হিলর বহিষ্কারের বিষয় নিয়ে কিছু বিশেষজ্ঞগণ বিশ্বাস করেন যে, ইসরায়েলের আওতাধীন কিছু গোষ্ঠীর চাপে সিএনএস তাকে বহিষ্কার করেছে।

মার্ক ল্যামন্ট হিল এই ঘটনাকে কেন্দ্র করে টুইটারে একটি বার্তা লিখেছেন, আমি ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন করি। ফিলিস্তিনিবাসীরা তারা তাদের ভবিষ্যৎ বিষয় নিয়ে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি দৃঢ়ভাবে ইসরায়েলের নীতি ও কার্যক্রমের বিরোধিতা করছি। সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ