মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


নির্বাচন পর্যবেক্ষণে ১২টি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে ১২টি দল পাঠাচ্ছে মার্কিন ‍যুক্তরাষ্ট্র। এ দলগুলো বাংলাদেশের স্থানীয় পর্যবেক্ষক দলকে অর্থায়ন করবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন শীর্ষ কর্মকর্তার উদ্বৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেই তারা আশা করছেন।

দিন দুই আগে ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশের সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এরই মধ্যে যুক্তরাষ্ট পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দিলো।

ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিক উইলিয়াম মুলার রয়টার্সকে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের প্রত্যেকটির নেতৃত্ব থাকবেন দু’জন। তারা দেশের অনেকটা জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করবেন।

তিনি জানান, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে বাংলাদেশের সরকার। আমরা এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা আশা করি, এর ফলাফল দেখতেই পর্যবেক্ষণ দল নিযুক্ত করেছি।

বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ব্রিটিশ পার্লামেন্ট

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ