বহু প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে ‘দ্বীনিয়াত কেন্দ্রীয় মুআল্লিম প্রশিক্ষণ কোর্স’ এবং পাশাপাশি মাস্তুরাতদের জন্য আয়োজন করা হয়েছে ‘দ্বীনিয়াত অনলাইন মুআল্লিমা প্রশিক্ষণ কোর্স’।
উম্মাহর খেদমতে নিজেকে যোগ্য করে তুলতে চান—এমন মাদ্রাসা পরিচালক, ইমাম-মুয়াজ্জিন, হাফিজ-হাফিজা, আলিম-আলিমা, সাধারণ শিক্ষক-শিক্ষিকা কিংবা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে ইচ্ছুক সকলের জন্য কোর্সটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
দ্বীনিয়াত বাংলাদেশের মূল লক্ষ্য—দেশ-বিদেশের প্রতিটি মুসলমানকে দ্বীনের সঠিক ইলমে গড়ে তোলা এবং ইমান-আক্বিদা সংরক্ষণে কাজ করা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশে এবং ২০টিরও বেশি ভাষায় দ্বীনিয়াতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কাদের জন্য এই কোর্স
যাদের কুরআন তাজবীদসহকারে সঠিকভাবে পড়া জানা আছে,
মক্তব বা মাদ্রাসায় শিশুদের শিক্ষা দানের পদ্ধতি শিখতে আগ্রহী,
দ্বীনি শিক্ষা-সংশ্লিষ্ট খেদমতে যুক্ত হতে ইচ্ছুক,
কোর্স শেষে সুবিধা
মক্তব শিক্ষাদানের যোগ্যতা অর্জন,
পরীক্ষার মেধাতালিকায় শীর্ষ ৩ জনকে সার্টিফিকেটের হার্ড কপি ও বিশেষ পুরস্কার,
সকল পরীক্ষার্থীকে সফটকপি সার্টিফিকেট (তিলাওয়াত সহীহ না হলে সার্টিফিকেট প্রদান করা হবে না)
কোর্সের সময়সূচি
সময়কাল: ১৪–১৭ ডিসেম্বর,
ক্লাস সময়: সকাল ১০টা – দুপুর ১টা,
মাধ্যম: জুম অ্যাপ,
কোর্স ফি: ৫০০ টাকা,
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
ধাপ–১:
বিকাশ মার্চেন্ট নম্বরে ফি প্রদান
01766 305 059 (Merchant)
অথবা পেমেন্ট গেটওয়ে: https://iom.edu.bd/product/ mtc/
ধাপ–২:
অর্ডার আইডিসহ ফর্ম পূরণ
ফর্ম লিংক: https://tinyurl.com/Diniyat- MTC
রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা যাচাই:
আয়োজকরা বলেন-
গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ কোর্স সম্পর্কে সচেতনতা বাড়াতে পোস্টটি শেয়ার বা পরিচিতদের ট্যাগ করার অনুরোধ জানিয়েছে দ্বীনিয়াত বাংলাদেশ।
এলএইস/