সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের দুজন প্রবীণ শিক্ষকের নিরবচ্ছিন্ন শিক্ষকতায় পঞ্চাশ বছর পূর্তিতে ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা-২০২৫’ আয়োজন করা হয়েছে।
আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জামিয়া ময়দানে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্মাননায় ভূষিত হবেন: মাওলানা মনির উদ্দিন (দত্তপুরী হুজুর) ও হাফিজ শামসুল ইসলাম (রতনপুরী হুজুর)।
অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সা. সাইয়্যিদ আযহার মাদানী।
শিক্ষকদ্বয়ের ছাত্রদের গুগল ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তাদের আবার করা লাগবে না। গুগল ফরম- https://forms.gle/YTSzU5YUMjszCRrc7.
প্রসঙ্গত, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রতিষ্ঠাতা বরেণ্য বুজুর্গ ও শাইখুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.। তিনি বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার প্রায় নয় বছরের সভাপতি ছিলেন।
এলএইস/