সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের পরও কোনো দৃশ্যমান বাস্তবায়ন অগ্রগতি না হওয়ায় কর্মসূচি এগিয়ে এনে কাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও শিক্ষক সমাজের প্রত্যাশা ও পরিস্থিতির প্রেক্ষিতে তা আগান হয়েছে।
সংগঠনটি জানায়, ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি এবং পরে শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের অতর্কিত হামলায় শতাধিক শিক্ষক আহত হন। এরপর ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ৩ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শাহবাগে আহত শিক্ষকদের একজন—চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার—চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর মারা যান।
শিক্ষকদের ৩ দফা দাবি
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়নের জটিলতা দূর করা
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা
সংগঠনটির দাবি, আশ্বাস পাওয়ার পর ১৫ দিন অতিবাহিত হলেও এখনো কোনো প্রজ্ঞাপন বা কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
এলএইস/