সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভূমিকম্পে ঝুঁকি: প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড কেবল কিতাবি জ্ঞানে একজন শিক্ষার্থী সমৃদ্ধ হতে পারে না: ইকরা প্রিন্সিপাল মঙ্গলবার তিন জেলায় ৫টি গণসমাবেশে বক্তব্য দেবেন ইবনে শাইখুল হাদিস মাওলানা নুরুল হুদা ফয়েজী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভূমিকম্প বিশেষজ্ঞদের নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ‘লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে’ বিএনপির রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য: ধানের শীষের প্রার্থী বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক হলেন মুফতি এনায়েতুল্লাহ ‘জামায়াতের কাছে আসন চাওয়ার সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

কেবল কিতাবি জ্ঞানে একজন শিক্ষার্থী সমৃদ্ধ হতে পারে না: ইকরা প্রিন্সিপাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্কুলের বাইরে গিয়ে খোলা মাঠে শিক্ষার্থীদের নিয়ে চড়ুইভাতি করেছে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ। নানা ধরনের খেলা, আনন্দ-উচ্ছ্বাসে কেটেছে দিনটি। কায়িক পরিশ্রমে শরীর থাকে সতেজ। আর সে বার্তা দেওয়ার জন্যই ইকরা হবিগঞ্জ প্রতি বছর এমন আয়োজন করে থাকে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির।

প্রিন্সিপাল বলেন, কেবল কিতাবি জ্ঞানে একজন শিক্ষার্থী সমৃদ্ধ হতে পারে না। দরজার বাইরে কী হয়, কী ঘটে তা-ও আজকের শিশুর নখদর্পণে থাকতে হয়। যেসব বই-পুস্তক আপডেট হয় না, সেগুলোতে নতুন প্রেসিডেন্ট কিংবা নতুন প্রধানমন্ত্রীর পদ সংযুক্ত হয় না। পেছনেই পড়ে থাকে। বাচ্চাদেরও আপডেট করতে হয়।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের শায়েস্তানগর খেলার মাঠে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসা আয়োজিত চড়ুইভাতি ২০২৫ এর পুরস্কার বিতরণীতে ইকরা প্রিন্সিপাল এসব কথা বলেন।

মাওলানা মাসউদুল কাদির বলেন, কুরআন বাধ্যতামূলক ইকরায়। স্কুলের সব বিষয়ের সঙ্গে আমরা স্কুলেই দীনি তারবিয়াহ দিয়ে থাকি। এটা জীবনের যেকোনো সময় কাজে লাাগবে। একজন সচেতন অভিভাবক ইকরা সিলেবাস যাচাই করে বাচ্চার জন্য উপযোগী শিক্ষাটা চোজ করতে পারেন। ইকরা সিলেবাস একটি পরীক্ষিত ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী দিয়ে পরিচালিত।

সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের নানা ইভেন্টে পারফর্ম করতে দেখা যায়। আকর্ষণীয় ছিল শাপলা-গোলাপ পর্ব। মোরগ লড়াই, বস্তা দৌড়, বিস্কিট দৌড়, গণিত দৌড়, পিলো পাসিং, ফুটবল, বল টাচ, পেনাল্টি শট, বিস্কিট কপালসহ নানা ধরনের খেলা।

জেবি

স্কুলের বাইরে এসে একটি সুন্দর মুহূর্ত কাটাবার আনন্দে ভাসছিল শিক্ষার্থীরা। শেষতক কয়েকজন অভিভাবকও এসে এ আনন্দের ভাগ নিয়েছেন। সবার জন্য ছিল লাঞ্চের ব্যবস্থা।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুল ইসলাম, মুফতী সামিল আহমদ ওসমান, আনোয়ার হোসাইন, সাইফুল ইসলাম, হাফিজ হাফিজুর রহমান, হাফিজ ইশমাম আহমদ প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ