মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭


‘দাবি মেনে নিলে বাড়ি ফিরবো, নয়তো লাশ ফিরবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে পাঁচ দফা দাবি মেনে না নিলে পরদিন ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ঐক্য জোট।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জোটের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতন করতে ১৬ লাগলেও মানুষ গড়ার কারিগর শিক্ষকরা ৩৭ দিন ধরে রাস্তায় ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান করছে। আমাদের দাবি অযৌক্তিক হলে বলুন আমরা আন্দোলন থামিয়ে দেব। না হলে আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি মেনে নিলে বাড়ি ফিরবো, নয়তো লাশ ফিরবে।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোটের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।

২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ।

৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ।

৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টিকরণ।

৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

মাওলানা মো. শামসুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোটের মহাসচিব মোহাম্মদ তাজুল ইসলাম ফরাজি, সভাপতি কাজী মো. মোখলেসুর রহমান, সদস্য সচিব মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য মো. সাইফুল ইসলাম।

NH/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ