রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা হাসিনার পতনের পেছনে আল্লাহর গজব দেখছেন কাদের সিদ্দিকী মধুপুর মাদরাসায় বুখারির দরস দিলেন মাওলানা ফজলুর রহমান হাসিনার মামলায় ন্যায়বিচার চাইলেন মির্জা ফখরুল ইসির সংলাপে ইসলামী আন্দোলনের নেতারা সেরা উদীয়মান প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল দারুননাজাত একাডেমি ট্রাইব্যুনালের রায়ই কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেরা উদীয়মান প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল দারুননাজাত একাডেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সেরা উদীয়মান প্রতিষ্ঠানের (Best Emerging Educational Institution) স্বীকৃতি পেয়েছে আরবি ও ইংরেজি ভার্সন মাদরাসা দারুননাজাত একাডেমি। আইইএলটিএস প্রিপারেশন অ্যান্ড স্টাডি অ্যাবরোড এলইসি লিমিটেডের জরিপের ফলাফলের ভিত্তিতে এই স্বীকৃতি অর্জন করলো প্রতিষ্ঠানটি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে দারুননাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত 'বার্ষিকী ২০২৫'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একাডেমির সভাপতি ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খানের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন এলইসি অ্যাবরোড লিমিটেডের ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাকাউন্টস হাসনাত ইবনে শওকত। 

দারুননাজাত একাডেমির ইনচার্জ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, সিইও নাজমুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করেন।

গত দুই বছর ধরে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি  কো-কারিকুলার অ্যাক্টিভিটিসসহ নানা বিষয়ে প্রশংসনীয় সাফল্যের কারণেই দারুননাজাত একাডেমি এই স্বীকৃতি অর্জন করেছে বলে জানান এলইসি অ্যাবরোড লিমিটেডের কর্ণধার আবদুল্লাহ আল মিজান।

সেরা উদীয়মান প্রতিষ্ঠানের স্বীকৃতিকে দেশ-জাতির সেবা ও শিক্ষার অবারিত নতুন এক সুযোগ হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির সিইও নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘দেশের সেরা উদীয়মান প্রতিষ্ঠান হতে পারাটা আমাদের জন্য দারুণ সম্মান ও গর্বের। গত দুই বছরে দারুননাজাত একাডেমি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রায় পঞ্চাশের অধিক ইভেন্ট আয়োজন করেছে। জাবির ইবনে হাইয়ান আইসিটি-সাইন্স অলিম্পিয়াড, ডিজিটাল কম্পিটিশন এন্ড এক্সিবিশন, ইংলিশ কার্নিভাল, ম্যাথ কার্নিভাল, রোবটিক্স প্রদর্শনী, অ্যারাবিক অ্যান্ড ইংলিশ স্পিকিং কম্পিটিশন, ইবনে সিনা বিজ্ঞান মেলা, অ্যারাবিক অ্যান্ড ইংলিশ স্পিকিং বি অ্যান্ড ভোকাবিউলারি কম্পিটিশনসহ নানা আয়োজন ছিল আমাদের। আমল-আখলাক, চরিত্র গঠন ও লেখাপড়ার ব্যাপারে আমরা শতভাগ সচেতন। এই পুরস্কার তাই আমাদের দায়িত্ব ও কর্তব্য আরো বাড়িয়ে দিয়েছে।’

দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবুবকর সিদ্দীকের তত্ত্বাবধানে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে দারুননাজাত একাডেমির যাত্রা। প্লে থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রতি বছর এক ক্লাস করে বাড়ছে। হবে আলিম (একাদশ) পর্যন্ত। আরবি ও ইংরেজি ভার্সনের পাশাপাশি রয়েছে স্বতন্ত্র হিফজুল কুরআন বিভাগ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ