রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭


খাতা চ্যালেঞ্জ করে মাদরাসা বোর্ডের আরও ৪৫ শিক্ষার্থী পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালের এইচএসসি–আলিম ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। এরমধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৫ শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এবার মোট ৩১ হাজার ৮২৮টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৭০১ জন। পুনঃনিরীক্ষণের ফলে মোট ২০৪ জনের জিপিএ বা জিপিএ–সংক্রান্ত পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগেও জিপিএ–৫ পাওয়া ২২ শিক্ষার্থীর ফল পুনরায় জিপিএ–৫ ই বহাল রয়েছে। নতুন করে জিপিএ–৫ পেয়েছেন ৩৪ জন। আর জিপিএ সংক্রান্ত অন্যান্য পরিবর্তন হয়েছে ৮৫ জনের।

এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ