সদ্য লিবিয়ায় কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করা হাফেজ আনাসকে শুভেচ্ছা জানিয়েছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দলের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় হাফেজ আনাসের শিক্ষক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং হাফেজ গড়ার কারিগর হাফেজ কারী নেসার আহমদ আন-নাছিরী উপস্থিত ছিলেন।
এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেইজে শুভেচ্ছা জানানোর কয়েকটি ছবিসহ খবরটি ‘হাফেজ আনাসরা বাংলাদেশের গর্ব’ শিরোনামে পোস্ট করা হয়েছে।
সেখানে লেখা হয়- আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সৌদি আরবে ১২৩টি দেশের মধ্যে ১ম স্থান ও সম্প্রতি লিবিয়াতে ৭০টি দেশে মধ্যে ৩য় স্থান অধিকারী হাফেজ আনাসকে জাতীয় নাগরিক পার্টি (NCP) এর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়৷
এসময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মাওলানা সানাউল্লাহ খান ও বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কুরআনের হাফেজ ও দেশের সম্মানিত আলেমদের প্রতি জাতীয় নাগরিক পার্টি সবসময়ই সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের বিষয়ে সজাগ থাকবে ইনশাআল্লাহ।
এনএইচ/