সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

প্রাইভেট মাদরাসার অধিকার নিশ্চিতে ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের প্রাইভেট মাদরাসাগুলোর ন্যায্য অধিকার ও স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর ১১ দফা দাবিতে একটি স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৭ জুন) দেওয়া ওই স্মারকলিপিতে বলা হয়, দেশের মানবসম্পদ উন্নয়নে এবং আলিয়া ধারার শিক্ষা বিস্তারে প্রাইভেট মাদরাসাগুলোর অবদান অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। বিগত সরকারের সময় প্রাইভেট মাদরাসা প্রতিষ্ঠা, পাঠদান অনুমোদন এবং EIIN নম্বর পেতে নানা জটিল শর্ত আরোপ করা হয়, যা কিন্ডার গার্টেন স্কুলগুলোর তুলনায় স্পষ্ট বৈষম্য তৈরি করেছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিতে মোট ১১টি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো-
১. প্রাইভেট মাদরাসাসমূহকে যাচাই-বাছাইপূর্বক বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় নিবন্ধন প্রদান।
২. প্রাইভেট মাদরাসাসমূহকে EIIN নম্বর প্রদান।
৩. শর্তসাপেক্ষে ভাড়া বাড়িতে প্রাইভেট মাদরাসা পাঠদান অনুমোদনের ব্যবস্থা করা।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নামে যাতে ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করতে পারে, সে ব্যবস্থা গ্রহণ।
৫. প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান।
৬. স্থানীয় শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা প্রদান ও সহজে বই প্রাপ্তির সুযোগ প্রদান।
৭. যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাইভেট মাদরাসার শিক্ষকদের 'শিক্ষক প্রশিক্ষন’ প্রদান।
৮. প্রাইভেট মাদরাসার প্রতিনিধিদের মাদরাসা বোর্ডে মূল্যায়ন।
৯. শিক্ষা মন্ত্রণালয় থেকে কম্পিউটার ও শিক্ষা উপকরণের সহযোগিতা।
১০. প্রাইভেট মাদরাসাসমূহকে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়, তা দূরকরণের ব্যবস্থা করা।
১১. হিফজ মাদরাসাসমূহকে জবাবদিহির আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে হিফজ সার্টিফিকেট প্রদান করা। 

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার প্রাইভেট মাদরাসাগুলোর এই ন্যায্য দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে, যাতে করে দেশের শিক্ষাব্যবস্থায় এসব প্রতিষ্ঠান আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ