মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

শ্রীমঙ্গলে মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
মুস্তাকিম আল মুনতাজ

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

নারী শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রসারের লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের পূর্ব মাজদিহি গ্রামে মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার উদ্বোধন হয়েছে।

রবিবার (১১ মে) বাদ যোহর মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার মিলনায়তনে উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাজাত ইসলামী মারকাযের দায়িত্বশীল মাওলানা আব্দুল খালিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামী মারকাযের প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল, ইংল্যান্ডের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক মাওলানা ছালেহ আহমদ হামিদী।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা বেগম মহিলা মাদরসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ,

মৌলভীবাজার দারুল উলূম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম কালাপুরী, মাধবপুর নোয়াগাঁও মাদরাসার শিক্ষাসচিব মাওলানা হুসাইন আহমদ খালেদ, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।

এ সময় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করা হয়। ধীরে ধীরে এই মাদরাসাটি যাতে শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত রুপান্তর করা যায়, সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাওলানা ছালেহ আহমদ হামিদী কর্তৃক প্রতিষ্ঠিত মারগুবা আব্দুল্লাহ মহিলা মাদরসার পরিচালনার দায়িত্বে রয়েছেন মাওলানা আব্দুল ফাত্তাহ।

নাজাত ইসলামী মারকাযের প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল, ইংল্যান্ডের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক মাওলানা ছালেহ আহমদ হামিদীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ