রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭


মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ–৩ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদ ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা ছিলেন।

মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা ছিলেন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন। তবে এক পর্যায়ে জমিয়তের সঙ্গে বিরোধের কারণে তিনি দল ত্যাগ করেন। গত বছর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।

জামায়াতে ইসলামীসহ আট দল মিলে আসন সমঝোতার আলোচনা চলছে। সেখানে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও রয়েছে। সুনামগঞ্জ-৩ আসনে আট দলের পক্ষ থেকে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ