রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা ভিন্নমত থাকতে পারে, সবকিছু মিলেই গণতান্ত্রিক সমাজ : রিজভী বাংলাদেশি হাইকমিশনে হামলার হুমকি নিয়ে যা বলল ভারত  আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: হাদির ভাই ‘আরবি কেবল ভাষা নয়, সমৃদ্ধ সভ্যতার বাহক’ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন ইবনে শাইখুল হাদিস

ইফতা বিভাগের জন্য আদর্শ প্রতিষ্ঠান দারুল উলূম কাকরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদে মিল্লাত মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর হাতেগড়া প্রতিষ্ঠান দারুল উলূম কাকরাইল। কর্ণফুলী গার্ডেন টাওয়ারে পাশে অবস্থিত মাদরাসাটি আল্লাহ-রাসুল সা. মসজিদ মাদরাসা হিসেবে পরিচিত। হিফজ, নাজেরা ও নূরানী মক্তব বিভাগের পাশাপাশি এখানে ইফতা বিভাগও রয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ইফতা বিভাগের জন্য ‘আদর্শ প্রতিষ্ঠান’ হিসেবে পরিচিতি পেয়েছে। যারা এখান থেকে ইফতা কোর্স সম্পন্ন করেছেন তারা বিশেষ যোগ্যতা অর্জন করে দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন। আগামী ১ রমজান থেকে এই বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে। 

এক বছরের এই ইফতা কোর্সে বাছাই করা অল্পসংখ্যক শিক্ষার্থী নেওয়া হবে। ইফতার শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশে থাকা-খাওয়ার সুবিধাসহ প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে থাকবে। এই বিভাগের শিক্ষার্থীদের যোগ্য মুফতি হিসেবে গড়ে তোলার চেষ্টার পাশাপাশি লেখালেখি চর্চার প্রতিও বিশেষভাবে জোর দেওয়া হয়। ইসলামি ধারার খ্যাতিমান লেখকরা এখানে সাপ্তাহিক ক্লাস নিয়ে থাকেন। হাতে-কলমে লেখালেখি শেখান। 
এখানে ইফতা বিভাগের প্রধান হিসেবে রয়েছেন দারুল উলূম হাটহাজারী থেকে ইফতা কোর্স সম্পন্ন করা মেধাবী আলেম মুফতি জালালুদ্দীন। সহকারী মুফতি হিসেবে আছেন ঢালকানগর মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করা মুফতি রায়হানুল হাসান। 

মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গাফফার খান জানান, দ্বীনের আদর্শ দাঈ গড়ে তোলা, সুন্নাতে নববীর পুরোপুরি ইত্তেবা, আকাবির ও আসলাফের পূর্ণ অনুসরণ এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সার্বক্ষণিক আসাতিজায়ে কেরামের তত্ত্বাবধান ও আদর্শ ছাত্র গড়ার অঙ্গীকার নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা। 

পরিচালক জানান, ২০০৩ সালে দ্বীনদার মুখলিস আলহাজ আবু মুহাম্মদ ইলিয়াস খান রহ. মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহ.। মাদরাসাটি লালবাগ জামিয়ার সিনিয়র আসাতিজায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালত হয়ে আসছে। 

ভর্তির জন্য যোগাযোগ করুন: ০১৯২১২৫২৮৬৮, ০১৭১৫৮৪০৪৯১, ০১৭১০৩৪২১৪৩

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ