শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জমিয়ত আজ যা বলে কালও তাই বলে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিএনপিও আ.লীগের মতো হত্যার রাজত্ব কায়েম করেছে: নুর বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’

পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে এক ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

শনিবার (১২ জুলাই) রাজধানীর রামপুরার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আমেলা কমিটির বৈঠকে এ কথা বলেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা ড. মহিউদ্দিন ইকরাম।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জমিয়ত নেতারা বলেন, "জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস আমাদের জানা আছে। তাদের উপস্থিতি দেশের জন্য আত্মঘাতী হবে। জনগণ তা কখনোই মেনে নেবে না।"

এছাড়া, নির্বাচন পদ্ধতি নিয়ে জমিয়তের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, “বাংলাদেশে কোনো পিআর পদ্ধতির নির্বাচন হবে না। এ পদ্ধতি জাতীয় ঐক্য নয়, বরং বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “আমরা গত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। এখন কেউ কেউ আগস্টের ৩-৪ তারিখে আন্দোলন করে সংসদে যেতে চায় এবং পিআর পদ্ধতি চালু করতে চায়। আমাদের অবস্থান পরিষ্কার—এই পদ্ধতির কোনো স্থান বাংলাদেশে নেই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ