২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রাজধানীর মিরপুরের রাশাদ একাডেমি। প্রতিষ্ঠানটি থেকে মানবিক বিভাগে ১৬ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে মাত্র একজন এ মাইনাস এবং অপর ১৫ জনের সবাই এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবার এই পরীক্ষায় মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।
কওমি মাদরাসার সাথে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় প্রয়াসের নমুনা প্রতিষ্ঠান রাশাদ একাডেমির শিক্ষার্থীরা বেফাকুল মাদারিস বা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সব স্তরের এবং আল হাইয়াতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষায় যেমন অবতীর্ণ হয়, তেমনি এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষাগ্রহণের সুযোগ পায়।
২০০৭ থেকে চালু হওয়া প্রতিষ্ঠানটি উভয় ধারার শিক্ষা সমন্বয়ের প্রয়াসে সাফল্যের নজির অক্ষুণ্ন রেখেছে।
এমএইচ/