মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তুরস্কে বিক্ষোভ

বেফাকের আমেলার বৈঠক শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আমেলার বৈঠক চলছে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গাপ্রেস সংলগ্ন বেফাকের কেন্দ্রীয় কার্য়ালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। 

বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে সভাপতিত্ব করছেন সংস্থাটির সভাপতি ও আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

বৈঠক সূত্রে জানা গেছে, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর), মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাফর আহমদ,  কোষাধ্যক্ষ মাওলানা মুনীরুজ্জামান প্রমুখ এ বৈঠকে উপস্থিত থাকছেন। ইতোমধ্যে সারাদেশ থেকেই আমেলার সদস্যরা বেফাকের কেন্দ্রীয় অফিসে উপস্থিত হচ্ছে। 

বেফাকের একাধিক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে, আজকের বৈঠকে জরুরি একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে গঠনন্ত্রের সংশোধনী, দুস্তুরুল মাদারিস বা কওমি মাদরাসা পরিচালনার নীতিমালার অনুমোদন, বিগত দিনের একাধিক তদন্ত কমিটির প্রতিবেদন, অভ্যন্তরীণ অডিট বিষয়ের আলোচনা গুরুত্ব পাবে।  এছাড়াও গঠতন্ত্র মেনে বেফাকের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা হতে পারে। আগামী অক্টোবর মাসের শেষ দিকে এই কাউন্সিল হতে পরে।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ