গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের। আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়।
শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান বলেন, খুরুজের জোড়ের দোয়ায় শরিক হতে সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লি দলে দলে আসে ইজতেমা ময়দানে।
দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে ২৫০০ বিদেশি মেহমান ও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়ার আগে আজ রবিবার বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরব্বি মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ সাহেব হেদায়েতি বয়ান করেন। হেদায়েতের বয়ানের পরে দোয়া শুরু হয়। সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্দান, তিউনিশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মায়ানমার, জাম্বিয়া, মোজাম্বিক, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিদেশি মেহমানদের জামাতসহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫০০ জামাত খুরুজের জোড় থেকে আল্লাহ তা’আলার পথে বের হয়। আরো বেশি জামাত আল্লাহর রাস্তায় বের হতো, সাদপন্থীদের চক্রান্ত ও সরকারি প্রজ্ঞাপনের কারণে আমাদের মূল মজমাকে বিভক্ত করে যার যার নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হয়।
সরকারি সিদ্ধান্ত অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ইজতেমার পূর্বে জোড় ইজতেমা ও খুরুজের জোড় সম্পন্ন হয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানরা চিল্লা বেঁধে দেশ-বিদেশে বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে বেরিয়ে গেছেন।
এনএইচ/