মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুব জমিয়তের একাধিক দায়িত্বশীল নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয় ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টের মাধ্যমে সংগঠনের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যুব জমিয়ত শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, সহসভাপতি মাওলানা সোলাইমান আহমদ, সহ-যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আল হাসান এবং সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তারেক জামীল।
নিজ নিজ ফেসবুক টাইমলাইনে প্রকাশিত পদত্যাগপত্রে তারা যুব জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতির বরাবরে আবেদন জানান।
পদত্যাগপত্রে সভাপতি মাওলানা আহমদ জুবায়ের জুয়েল উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও কর্মসূচির প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনের কিছু কার্যক্রম তাকে গভীরভাবে হতাশ করেছে, যা তার নৈতিকতা ও বিবেকের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি দাবি করেন।
এমন পরিস্থিতিতে তিনি ১ জানুয়ারি স্বেচ্ছায় সভাপতির দায়িত্বসহ সংগঠনের সব পদ-পদবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার পদত্যাগপত্র গ্রহণ করে দলীয় সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের জন্য জেলা সভাপতির নিকট আবেদন জানান। একই ভাষ্য ও অনুরূপ বক্তব্যে অন্য দায়িত্বশীল নেতারাও সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ বিষয়ে যুব জমিয়ত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী বলেন, উপজেলা সভাপতি মাওলানা আহমদ জুবায়ের জুয়েল তার মেসেঞ্জারে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে এ নিয়ে সরাসরি কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, উনার সঙ্গে প্রায়ই সাক্ষাৎ হলেও পদত্যাগের বিষয়ে তিনি তাকে মুখে কিছু বলেন নি।
যুব জমিয়তের উপজেলা শাখার শীর্ষ পর্যায়ের একাধিক নেতার একযোগে পদত্যাগের ঘটনায় শ্রীমঙ্গলের ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদত্যাগ সংগঠনের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত বহন করে।
উল্লেখ্য, পদত্যাগকারী দায়িত্বশীলরা ২০২৫–২৬ সেশনের জন্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
এনএইচ/