ত্রয়োদশ সংসদ নির্বাচনের হলফনামায় নিজের নামে ৬৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব পালন করা মির্জা আব্বাস আয়ের উৎস হিসেবে ব্যবসা, ব্যাংকে রাখা সঞ্চয়, পুঁজিবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ার কথা তুলে ধরেছেন।
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে জয় পান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। প্রতিবারই বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে র্নিবাচনে অংশ নেন তিনি।
২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলী জোট সরকার গঠন করলে মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হন। আগের মেয়াদে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা।
পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করলেও ব্যবসা থেকে কোনো আয় নেই মির্জা আব্বাসের। বার্ষিক সোয়া ৯ কোটি টাকার বেশি আয়ের পুরোটাই আসে বাড়ি ভাড়া, এফডিআর, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ থেকে।
এর মধ্যে বাড়ি ভাড়া থেকে ৩ কোটি চার লাখ টাকা, এফডিআর ও ব্যাংক আমানত থেকে সুদ বাবদ ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকার এবং শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ৪ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা আসে বছরে।
তিনটি অস্ত্র ক্রয়ে মির্জা আব্বাস খরচ দেখিয়েছেন চার লাখ ১০ হাজার টাকা।
এ বিএনপি নেতার সম্পদের তালিকায় রয়েছে- ঢাকা ব্যাংকের ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার। রয়েছে ৩০ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু।
হলফনামার তথ্য অনুযায়ী, ১৮ লাখ টাকা মূল্যর অকৃষি জমি, উত্তরাধিকার সূত্রে ৬ হাজার ১০৬ বর্গফুটের বাণিজ্যিক ভবন, দুটি গাড়ির পার্র্কিং জায়গাসহ দুই হাজার ৯৩০ বর্গফুটের ফ্ল্যাট এবং এক কোটি ৮৫ লাখ টাকা মূল্যর ৮ হাজার ৩০ বর্গফুটের ফ্লোর রয়েছে তার।
উত্তরাধিকার সূত্রে পাওয়া ৫টি ফ্ল্যাটের কোনো অর্জনকালীন মূল্য দেখাননি তিনি, যার আয়তন ৮ হাজার ৬০৪ বর্গফুট।
সবশেষ অর্থবছরে আয়কর রিটার্ন দিয়েছেন ৩ কোটি ৫৫ লাখ টাকার।
স্ত্রী আফরোজা আব্বাসের সম্পদ দেখানো হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকার। এর মধ্যে ঢাকা ব্যাংকের শেয়ার রয়েছে ৩১ কোটি ৩৪ লাখ টাকার; আর ২২ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু রয়েছে রয়েছে।
সবশেষ আয়কর রিটার্নে তিনি ১১ লাখ ৪৫ হাজার টাকা দিয়েছেন সরকারি কোষাগারে।
১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি জন্ম নেওয়া মির্জা আব্বাস শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন স্নাতক। তার বিরুদ্ধে ২২টি মামলা থাকার তথ্য রয়েছে।
এনএইচ/