চুয়াডাঙ্গায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের শেষভাগে এসে কনকনে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রোববার (০৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ৪ দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও রোববার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। উত্তর থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর চারিদিকে কুয়াশার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল পর্যায়ের মানুষ।
ঘন কুয়াশার কারণে সকাল থেকে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়কে যান চলাচল ছিল ধীরগতির। বিশেষ করে দূরপাল্লার যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
এদিকে, জেলার ৪টি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে প্রায় ১৫ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, দিনে এবং রাতের তাপমাত্রা কাছাকাছি থাকায় শীত বেশি অনুভূতি হচ্ছে। আগামীকালও তাপমাত্রা কিছুটা বাড়বে এবং মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রায় পারদ কমে আসার সম্ভাবনা রয়েছে।
আরএইচ/