শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭


কুড়িগ্রামে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি, মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদী তীরে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানকার তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে কর্মসুচীতে বহু সংখ্যক শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তা নদীর তীরে একযোগে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। এই মশাল মিছিল থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।
 
এসময় বক্তব্য রাখেন তিস্তাা নদী বাঁচাও আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ন সমন্বয়ক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। এতে বক্তারা তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ