
|  কুড়িগ্রামে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি, মশাল মিছিল  
										প্রকাশ:
										১৭ অক্টোবর, ২০২৫,  ০৭:২১ বিকাল
					 নিউজ ডেস্ক | 
|   
 তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদী তীরে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানকার তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে কর্মসুচীতে বহু সংখ্যক শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তা নদীর তীরে একযোগে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। এই মশাল মিছিল থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জোর দাবী জানানো হয়। এলএইস/ |