মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৮তম জামাত অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ মাঠ হিসেবে খ্যাত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার ১৯৮তম জামাত। শনিবার (৭ জুন) সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

এবারের ঈদের জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দীর্ঘ একযুগ পর আওয়ামী লীগ সরকারের আমলে হারানো ইমামতির দায়িত্বে ফিরে আসেন তিনি।

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহ ও ভৈরব রুটে চলাচল করে দুটি বিশেষ ট্রেন।

নামাজ শেষে মোনাজাতে ইমাম ফিলিস্তিনের মুসলিমদের ওপর চলমান নির্যাতনের অবসান এবং বাংলাদেশের শান্তি-সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনাও করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদুল ফিতরের তুলনায় এবার ঈদুল আজহার জামাতে মুসল্লির সংখ্যা কিছুটা কম ছিল। কোরবানির প্রস্তুতির ব্যস্ততা এর অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।

ঈদের জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। ঢাকা রেঞ্জের ডিআইজি মোহা. কাজেম উদ্দীন উপস্থিত ছিলেন শোলাকিয়ার ঈদগাহে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ ও আশপাশের এলাকায় নেওয়া হয় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। মাঠ ও এর বাইরে ছিল র‌্যাব, পুলিশ, বিজিবি ও এপিবিএনের প্রায় ১২০০ সদস্য। স্থাপন করা হয় ৪টি ওয়াচ টাওয়ার, ব্যবহৃত হয় সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। গোয়েন্দা নজরদারিও ছিল সর্বোচ্চ সতর্কতায়।

মাঠে প্রবেশের জন্য ২৩টি গেটের মধ্যে ৫টি গেট ব্যবহার উপযোগী রাখা হয়। প্রতিটি প্রবেশপথে আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি করা হয়। মুসল্লিদের তিন দফায় মেটাল ডিটেক্টরে স্ক্যান করে জায়নামাজ ব্যতীত অন্য কিছু নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া জানান, “শান্তিপূর্ণভাবে ১৯৮তম ঈদুল আজহার জামাত সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ছিল।”

প্রতি বছর এই ঈদগাহে লাখো মানুষ সমবেত হন। বড় জামাতে নামাজ আদায়ের ফজিলতের কারণে এই মাঠের প্রতি মুসল্লিদের রয়েছে বিশেষ আকর্ষণ। ঈদুল আজহার দিনও সেই ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ