বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল ও শাপলার গনহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলে আজ (২মে শুক্রবার) বাদ জুমা মোটর সাইকেল শোভাযাত্রা করেছে হেফাজত ঢাকা জেলা উত্তর।

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত অনুষ্ঠিত এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, যমযমনূর গ্রুপের এমডি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি আলী আশরাফ তৈয়ব, মাওলানা শাহেদ জহিরী, মুফতি রফিকুল ইসলাম সর্দার, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আব্দুল হাই, মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা আবু সাঈদ, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি গাজী সিদ্দীকুর রহমান, মুফতি জহিরুল ইসলাম, মুফতি আরিফুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মুফতি মাহমুদ হাসান হাবিবী, হাফেজ কারী সিরাজুল ইসলাম প্রমুখ। 

ঢাকা জেলা উত্তরের বিভিন্ন ইউনিয়ন থেকে হেফাজত নেতাকর্মীরা মোটর সাইকেল, পিকআপ ও হাইয়েস কার সহকারে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। 

শোভাযাত্রা শেষে দোয়া পূর্ব সমাবেশে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী আগামীকালের মহাসমাবেশ সফলে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করতে হবে। অবিলম্বে কমিশন বিলুপ্ত ঘোষণা করতে হবে। ফ্যাসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 

এছাড়া আগামীকালের মহাসমাবেশে ঢাকা জেলা উত্তর থেকে লক্ষাধিক হেফাজত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ