বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে কক্সবাজার হেফাজতের জরুরি সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশন কুরআন-সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা পেশ করেছে, তা দেশের আপামর জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ প্রস্তাবনা ও ইসলামবিদ্বেষী কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহুত মহাসমাবেশে অংশগ্রহণ করা দেশপ্রেমিক তাওহিদী জনতার ঈমানী দায়িত্ব।

ঢাকায় মহাসমাবেশ সফল করতে হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার জরুরি সভা বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় লিংক রোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা আহবায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের নির্দেশনায় সভায় সভাপতিত্ব করেন জেলা যুগ্ম আহবায়ক মাওলানা মোশতাক আহমদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব এবং সঞ্চালনা করেন জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

বক্তব্য রাখেন মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, মাওলানা আবু মুসা, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আব্দুল গফফার, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি এমদাদুল্লাহ হাসান, মাওলানা মনজুরে ইলাহী, মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, কারী রুহুল কাদের, হাফেজ শওকত আলী, হাফেজ মুহাম্মদ সালেম, হাফিজ উদ্দিন, মাওলানা আতাউল্লাহ প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, কক্সবাজার থেকে একাধিক গাড়িযোগে সুশৃঙ্খলভাবে মহাসমাবেশে অংশগ্রহণ করা হবে। আগ্রহীদের জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সঙ্গে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে বলা হয় এবং ২ মে (জুমাবার) মাগরিবের নামাজ শেষে সদর উপজেলা মডেল মসজিদে জমায়েতের আহবান জানানো হয়। সেখান থেকে গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে ইনশাআল্লাহ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ