শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘ইজতেমায় হামলাকারীদের মাত্র একজন গ্রেপ্তার, বাকি আসামিদের গ্রেপ্তারে বিলম্ব কেন?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোণা জেলা প্রতিনিধি:

১৭ ডিসেম্বর'২৪ ইং ভোর রাতে টঙ্গী পবিত্র বিশ্ব ইজতেমা ময়দানে সাদ অনুসারী সন্ত্রাসীদের হামলায় চার মুসল্লী শহীদ ও শতাধিক মুসল্লী আহত হওয়ায় বিচার দাবিতে অদ্য ২৩/ ১২/২৪ ইং (সোমবার) বাদ জোহর নেত্রকোণার হেফাজত চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা।

বিক্ষোভ মিছিলটি হেফাজত তত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ডিসি অফিসের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা আবুল কাসেম ও মাওলানা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম ও মাওলানা আবু সায়েম খান ও মাওলানা মোস্তাফিজুর রহমান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি তাহের কাসেমী, মাওলানা আবুল কাশেম, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা আবু সায়েম খান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা ইউনুস (নেত্রকোণা) ও মাওলানা জাহিদুল ইছলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ১৭ ডিসেম্বরের পর মামলা হওয়ার পরেও এখন পর্যন্ত মাওলানা সাদ অনুসারী সন্ত্রাসীদের মাত্র একজন গ্রেপ্তার হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন ?

বক্তারা বলেন, জনতা উত্তেজিত হয়ে গেলে কঠিন কর্মসূচি দেওয়ার আগেই গ্রেফতার করুন। দেশের মানুষকে শান্ত করুন।

বক্তারা আরও বলেন, সাদপন্থী সন্ত্রাসীরা এখনো কোন দুঃসাহসে সংবাদ সম্মেলন করে তা বোধগম্য নয়।’

বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ভন্ড সাদের সন্ত্রাস বাহিনীদের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সন্ত্রাসীদের কাউকে নেত্রকোণায় থাকতে দেওয়া যাবে না। নেত্রকোণার কোন মসজিদে কার্যক্রম করতে পারবে না। যেখানেই সন্ত্রাসীদের পাওয়া যাবে, পাল্টা আক্রমণ করা যাবে না। তবে প্রতিহত করতে হবে।

বক্তারা জেলা ডিসি বরাবর স্মারকলিপি দিয়ে দোয়ার মাধ্যমে উক্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ