শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

দুস্থ নারীদের সেলাই মেশিন দিলো মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মামুন
মণিরামপুর প্রতিনিধি

যশোর মণিরামপুরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের উদ্যোগে সাবলম্বী প্রকল্পের আওতায় দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় মণিরামপুর উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ মা-বোনদের মাঝে ২৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সুদের কুফল আলোচনা করে বলেন, আমরা চাই আপনারা এই মেশিনের মাধ্যমে নিজেদের সেলাই কাজ সমাধার পাশাপাশি উপার্জন করে  সাবলম্বি হয়ে পরিবারকে আর্থিক সহায়তা করবেন। সমাজের বিভিন্ন এনজিও আমাদের মা বোনদের ঋণ দেওয়ার নামে চওড়া সুদের বোঝা চাপিয়ে দেয়। যার ফলে শান্তির পরিবর্তে সংসারে অশান্তির আগুন সৃষ্টি হয়।

মুফতি ওয়াক্কাস রহ. ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে মুফতি আবু বকর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার জনাব নিশাত তামান্না। বিশেষ অতিথি জনাব নূর মোহাম্মদ গাজী অফিসার ইনচার্জ মণিরামপুর থানা‌, জনাব এস এম মজনুর রহমান সভাপতি মণিরামপুর প্রেসক্লাব, সমাজ সেবা অফিসার জনাব রোকনুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক অফিসার জনাব মৌসুমী আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের অন্যতম সদস্য মুফতী আশফাকুল আনোয়ার ইয়ামিন, মাওলানা বরকতুল ইসলাম, মাওলানা হাসান আল মামুন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ছাত্রনেতা এস এম মারুফ, তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম খান, মাহমুদুল হাসান, সামছুজ্জামান প্রমূখ।

আর্ত মানবতার সেবায় মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ফাউন্ডেশন ইতিপূর্বে সিলেট বিভাগ, কুমিল্লা ফেনী, অঞ্চলে ভয়াবহ বন্যার সময় মানবিক সহায়তা প্রদান করে। এছাড়াও গত ১৯ নভেম্বর অসহায় মা-বোনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে সংগঠনটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ