মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন

চাটমোহরে লিচু বাগানে শিশুর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে লিচু বাগান থেকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকার একটি লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। শিশুটি একই ইউনিয়নের চরমথুরাপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ও চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় একটি মসজিদের জলসা শোনার জন্য বাড়ি থেকে বের হয় কল্পনা খাতুন। এরপর থেকেই তার কোনো খোঁজ ছিল না। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার সকালে জাবরকোল এলাকার একটি লিচু বাগানের মধ্যে গলায় ওড়না পেঁচানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি কল্পনার বলে শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। তবে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতারসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। আইনগত প্রক্রিয়া চলামন বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ