
| 	
        
			
							
			
			  চাটমোহরে লিচু বাগানে শিশুর লাশ  
			
			
	
			
										প্রকাশ:
										১৪ ডিসেম্বর, ২০২৪,  ০১:৪২ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহরে লিচু বাগান থেকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকার একটি লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। শিশুটি একই ইউনিয়নের চরমথুরাপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ও চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় একটি মসজিদের জলসা শোনার জন্য বাড়ি থেকে বের হয় কল্পনা খাতুন। এরপর থেকেই তার কোনো খোঁজ ছিল না। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার সকালে জাবরকোল এলাকার একটি লিচু বাগানের মধ্যে গলায় ওড়না পেঁচানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি কল্পনার বলে শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। তবে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতারসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। আইনগত প্রক্রিয়া চলামন বলে জানান তিনি।  |