বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

সব কলেজে আবু সাঈদ-মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালুর আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

বেগম রোকেয়া বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাত্র-জনতার আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে যান তিনি । সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জেয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এসময় সাংবাদিকদের তিনি বলেন, দেশের সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু হবে।

শুক্রবার দুপুর ২টার দিকে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। এরপর তিনি আবু সাঈদের কবর জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সকল কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, দেশের সব কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভেতরে বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে- যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে এই জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ