রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

সব কলেজে আবু সাঈদ-মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালুর আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

বেগম রোকেয়া বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাত্র-জনতার আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে যান তিনি । সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জেয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এসময় সাংবাদিকদের তিনি বলেন, দেশের সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু হবে।

শুক্রবার দুপুর ২টার দিকে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। এরপর তিনি আবু সাঈদের কবর জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সকল কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, দেশের সব কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভেতরে বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে- যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে এই জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ