শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বিএনপিকে ‘চাঁদাবাজি ও খুনাখুনির’ রাজনীতি বন্ধ করতে বলল হেফাজত পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের ইয়ামিনকে গুলি করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ‘চাঁদাবাজিতে আতঙ্কগ্রস্ত জাতি, আইনের শাসন প্রতিষ্ঠায় আমূল সংস্কার প্রয়োজন’ মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই গাজায় ইসরায়েলি ব্যর্থতা ও প্রতিরোধ আন্দোলনের কৌশলগত উত্থান জুলাই যোদ্ধাদের ‘জাতীয় বীর’ উপাধি দিতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই হবে না’ ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ দেশ নিয়ে এখনো অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান

কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে উত্তাল বন্দর নগরীর ছাত্রজনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে উত্তাল বন্দর নগরীর ছাত্রজনতা

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : কোটাবিরোধী আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চবি অধিভুক্ত কলেজ সহ চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ। পুলিশের হামলা আন্দোলনে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

শুক্রবার (১২ জুলাই ২০২৪) বিকাল ৪ টা ৩০ মিনিটে চট্টগ্রাম ষোলশহর স্টেশনে কোটা বিরোধী মিছিলে হাজার হাজার ছাত্রজনতার ঢল নামে। অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চবি অধিভুক্ত কলেজ সমূহ সহ চট্টগ্রামের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

১১ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এর প্রতিবাদে ফুঁসে ওঠে ছাত্রজনতা। কোটা বিরোধী সমাবেশে উপস্থিতি বেড়ে যায় কয়েক গুণ।

বিকাল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত পুরো বন্দর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মিছিল নিয়ে শো ডাউন করে শিক্ষার্থীরা। এসময় তারা পুলিশকে দেখামাত্রই "ভূয়া, ভূয়া" স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে। চট্টগ্রামের ষোলশহর, দুই নাম্বার গেইট, প্রবর্তক মোড়, চকবাজার, লালখান, জামালখান ও জিইসি প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

"আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই", "পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না", "সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে", "পুলিশ, ভূয়া, ভূয়া" প্রভৃতি স্লোগানে উজ্জীবিত দেখা যায় শিক্ষার্থীদের।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, "আমাদের দাবী সরকারের নির্বাহী বিভাগের কাছে। ছাত্রজনতাকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না চট্টগ্রামের শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ।"

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ