রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা হাসিনার পতনের পেছনে আল্লাহর গজব দেখছেন কাদের সিদ্দিকী

দাওরায়ে হাদিসে ৬ষ্ঠ স্থান;দেশসেরা মহিলা মাদরাসা ‘ফাতেমাতুযযাহরা’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি:মুহিউদ্দীন মাআয

প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এ ২য়, ৩য় স্থানসহ অসংখ্য মেধা তালিকা অর্জন করে আসছে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র রামপুরায় অবস্থিত ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা

এছাড়া  গত বছরে দাওরায়ে হাদিস(তাকমীল)-এ ৫টি মেধাস্থান অর্জনের মাধ্যমে দেশসেরা মহিলা মাদরাসা হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি একই বছরে বেফাক ও হাইআয় সর্বমোট ৬১টি মেধাতালিকা অর্জন করে দেশব্যাপী সাড়া ফেলেছে এ মহিলা মাদরাসা।  

এবারও দাওরায়ে হাদিসে ৬ষ্ঠ স্থান ও বেফাকের বিভিন্ন মারহালার মেধাতালিকায় ১ম, ২য়, ৩য়, ৪য়, স্থানসহ মোট ৫৫ টি মেধাস্থান অর্জন করে অভাবনীয় সাফল্যের  ধারা বজায় রেখেছে ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা। বিগত বছরগুলোতেও বেফাকের বিভিন্ন মারহালায় ১ম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। 

এ গৌরবময় সাফল্যের বিষয়ে মাদরাসাটির মুহতামিম মাওলানা মাহমুদ জাকির বলেন, সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। কারণ তিনিই আমাদের এ সফলতা দান করেছেন। তার দেওয়া তাওফিক ও বদৌলতেই ছাত্রীরা কঠোর পরিশ্রম করে সফলতার ধারা বজায় রেখেছে। 

প্রতিষ্ঠানটির অভাবনীয় এ সাফল্যের রহস্য সম্পর্কে তিনি বলেন, ছাত্রীদের মেধা ও মেহনতকে উপযুক্ত পন্থায় কাজে লাগাতে একঝাঁক আলেমা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করেন। শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও তত্ত্বাবধানই ভালো ফলাফলের অন্যতম রহস্য। এখানে সকল শিক্ষকা-ছাত্রী নিজ নিজ রুটিনের প্রতি যত্নবান। লেখাপড়ার নিয়মতান্ত্রিকতা,পর্যাপ্ত অনুশীলনী, সমহারে লেখাপড়ার প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি।

এসময় তিনি  ‘ভবিষ্যতে যেন ছাত্রীরা সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে পারেন’ এর জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেছেন। 

উল্লেখ্য, ২০১৭ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন জামিয়া কাসেম নানুতবীর শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা জাকির মাহমুদ। বর্তমানে ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা‘র শায়খুল হাদিস ও মুরব্বী হিসেবে আছেন মালিবাগ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমাদ, বনশ্রী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, পীরজঙ্গি মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবদুল আখির প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ