রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা হাসিনার পতনের পেছনে আল্লাহর গজব দেখছেন কাদের সিদ্দিকী

জামিয়া কাসেম নানুতবী ঢাকা’র ভর্তি শুরু ৭ শাওয়াল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর প্রাণকেন্দ্র রামপুরায় সাফল্যের এক বছর পেরিয়ে গেল স্বপ্ন জয়ের তাজা ঠিকানা ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’র। আকাবিরে দেওবন্দের চিন্তা-চেতনাকে সামনে রেখে গেল বছর একঝাঁক মেধাবী,মনোযোগী ইলম পিপাসু তালিবুল ইলম নিয়ে যাত্রা শুরু করেছিলো প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র কেন্দ্রীয় পরীক্ষায় মেধাস্থান অর্জনসহ শতভাগ পাসের মাধ্যমে পার করলো গৌরবের প্রথম বছর। 

জামিয়ার স্বপ্নদ্রষ্টা ও শায়খুল হাদিস হিসেবে আছেন বরেণ্য লেখক,খ্যাতিমান সিরাত গবেষক, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। মুহতামিম হিসেবে আছেন মুফতি ইমদাদুল ইসলাম।নাজিমে তালিমাত হিসেবে আছেন মুফতি মাহমুদ জাকির

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি ইমদাদুল ইসলাম বলেন, আমরা ছাত্রদেরকে গভীর অধ্যাবসা ও সুসৃঙ্খল পাঠের মাধ্যমে নাফে’ আলেম তৈরী করতে ও চিন্তা-দর্শনে আকাবিরে দেওবন্দের মানহায-মাসলাকের উপর গড়ে তুলতে সচেষ্ট থাকি। যাতে তারা উম্মাহর অনুসরণীয় রাহবার হয়ে পৃথিবীর বুকে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারে।

আজ ৭ শাওয়াল মুতাবেক ৬ এপ্রিল (রোববার) থেকে এবছর সীমিত কোটায় মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ইলম পিপাসু মেধাবী,মনোযোগী ছাত্র ভর্তি নেওয়া হবে।

সবকের ইফতিতাহ হবে ১৬ শাওয়াল ১৫ এপ্রিল (বুধবার) । ইফতিতাহি সবক প্রদান করবেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শায়েখ ঢালকানগর মাদরাসার শায়খুল হাদিস ও প্রধান মুফতি, মাওলানা আবদুল গাফফার । আলোচনা পেশ করবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, মাওলানা মাহফুজুল হক

ব্যতিক্রমধর্মী পাঁচটি লক্ষ্য সামনে নিয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বপ্ন জয়ের এ প্রতিষ্ঠানটি।

১. পরীক্ষায় আলোকিত ফলাফল।

২. ফন্নী ইতকান-শাস্ত্রীয় নৈপুন্য।

৩. ক্লাসের ভেতরেই আরবী, বাংলা ও ইংরেজি এই তিন ভাষার দক্ষতা।

৪. বিষয়ভিত্তিক সুপরিকল্পিত খারেজি পাঠ এবং

৫. ফিকর ও চিন্তায় তালিবুল ইলমকে আগামী দিনের নেতৃত্বদানের উপযুক্ত করে নির্মাণ।

ঠিকানা: ঢাকার যেকোনো স্থান থেকে বাস/সিএনজি যোগে রামপুরা টিভি সেন্টারের ২০০ গজ দক্ষিণে জামিয়া কাসেম নানুতবী ঢাকা ৩০৯/৩সি পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা-১২১৯

মোবাইল: 01716-801276, 01812-599398


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ