শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর! পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

বেফাকের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২৬ রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে আজ ৪১ দিন হলো। পরীক্ষার ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন দেশের লাখো শিক্ষার্থী। সাধারণত রমজানে প্রকাশিত হয় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। তাই অপেক্ষার পারদ বেড়ে চলছে দিগুণ।

এদিকে আজ রবিবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি জানিয়েছে আগামী ২৬ রমজান বৃহস্পতিবার (২৭ মার্চ) ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বোর্ডটি জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২৬ রমজান ১৪৪৬ হিজরি মোতাবেক ২৭ মার্চ ২০২৫ ঈসাব্দ বৃহস্পতিবার দুপুর ১২.০০ টায় বেফাকের পুরাতন ওয়েবসাইট www.wifaqresult.com-এ প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এ সময় শুধু ২০২৫ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে।’

যেভাবে দেখবেন ফলাফল

বেফাক জানায়, ‘প্রাথমিক ফলাফলের মুদ্রিত কপি এ বছর সারাদেশের প্রতি মাদরাসায় ব্যাপকভাবে প্রেরণ না করার সিদ্ধান্ত হয়েছে। যারা হার্ডকপি পেতে আগ্রহী, তারা বেফাকের পরীক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন। চাহিদা পেশ করলে পরীক্ষা বিভাগ থেকে সুবিধাজনক সময়ে সরবরাহও করা হবে।’

এদারা, বি, দ্বীনি, ও ইভোলার বেফাকভুক্ত মাদরাসাসমূহ তাদের মাদরাসাওয়ারি ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দেখতে ইলহাকের পরে স্পেস দিয়ে বিজয় কিবোর্ডে এদারা, বি, দ্বীনি ও ইভোলা লিখুন। যেমন- ছবিতে দ্রষ্টব্য :

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছিল। শুরু হয়েছিল ০৩ ফেব্রুয়ারি-২০২৫ থেকে। এ বছর সর্বমোট ৪৯টি জোনের আওতায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছে ৫ মারহালার/জামাতের (স্তর/ক্লাস) শিক্ষার্থীরা। স্তরগুলো হলো: ইবতিদাইয়্যাহ (তাইসীর), মুতাওয়াসসিতাহ (নাহবেমীর),  সানাবিয়া (কাফিয়া), সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া) ও ফযীলত (মিশকাত)।

পরীক্ষা সারাদেশের ২২৭১টি মারকাজে হিফয-কিরাআতসহ ৭টি মারহালায় ৩,৪৯,৭৭৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র ১,৪৭,২১২ এবং ছাত্রী ২,০২৫,৬৪। সারাদেশে বেফাকভুক্ত প্রায় ২৯ হাজার মাদরাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ