বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি

রামু রাজারকুলে ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা কোর্সের উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ভাষা সাহিত্যে প্রাজ্ঞ, সাংবাদিকতায় অভিজ্ঞ একনিষ্ঠ দাঈ ও আদর্শ কলমসৈনিক তৈরির লক্ষ্যে এতদঞ্চলের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় শুরু হয়েছে ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স।

বুধবার ( ১১ রমযান, ১২ মার্চ) আনুষ্ঠনিকভাবে এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে।

মাদ্রাসার তত্ত্বাবধানে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কোর্সে প্রশিক্ষকমণ্ডলীর মধ্যে রয়েছেন, ‘বার্তা ২৪ডটকম’-এর সহকারী সম্পাদক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ, ‘ঢাকা মেইল’-এর বার্তা সম্পাদক ও ‘লেখকপত্র’ সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, ‘আওয়ার ইসলাম’-এর সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব।

মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষকমণ্ডলী মাতৃভাষা বাংলার যথার্থ চর্চা এবং সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকাশধারায় এ কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, ‘পুষ্পকলি’ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কওছর, শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, ঢাকার মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষক মুফতি আব্দুল আজিজ কাসেমী, ‘মাসিক নকীব’-এর সহযোগী সম্পাদক মাওলানা সাঈদ আবরার নদভীসহ বিশিষ্টজনেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নবীণ-প্রবীণ আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক-সাহিত্যিক ও নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এ প্রশিক্ষণ কোর্স আজ বিকেলে সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ