বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭

শিরোনাম :
কোরআন হাতে নিউইয়র্কের প্রথম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩ মায়ের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি, তারেক রহমানের কৃতজ্ঞতা `এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক’ ‘বর্ষবরণের নামে উন্মাদনা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা: ধর্ম উপদেষ্টা রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ এর চেয়েও বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়: আজহারী ‘ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে’ ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা স্বীকার জামায়াত আমিরের!

রমজানে ইবাদতের প্রবাহ ঠিক রাখতে হবে : মাওলানা মাহফুজুল হক কাসেমী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা। তালিম-তরবিয়ত বা শিক্ষা-দীক্ষায় এক অনন্য প্রতিষ্ঠান। প্রাচীনতম এই প্রতিষ্ঠানের বর্তমান প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক কাসেমী। তিনি একজন প্রবীণ আলেম ও মুহাদ্দিস। সম্প্রতি কওমি মাদরাসার পড়াশোনার মান উন্নয়ন, আমল আখলাকের উন্নয়নসহ নানা বিষয়ে কথা হয় তার সঙ্গে। কথা বলেছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিনিধি—মুহিউদ্দীন মাআয।

আওয়ার ইসলাম: সারাদেশে কওমি মাদরাসাগুলোতে ছুটি চলছে, ছুটি বা অবসরের এই সময়টুকু একজন তালিবুল ইলম কীভাবে কাটাবে?

মাওলানা মাহফুজুল হক কাসেমী: আসলে রমজান ইবাদতের মাস। রোনাজারি আর কান্নাকাটির মাস। এই মাসে ইবাদত-বন্দেগিই মূল কাজ। আমাদের আকাবিরে দারুল উলুম দেওবন্দ—রমজানে মাদরাসার কার্যক্রম বন্ধ রেখেছেন এর মৌলিক একটি কারণ, রমজানে ইবাদাতের প্রবাহ ঠিক রাখার জন্য। তাই ছাত্র-শিক্ষক সবার জন্য রমজানের প্রধান কাজ থাকবে—তেলাওয়াত, জিকির, ইবাদত ও নফল নামাজে মনোযোগী হওয়া। সেই সঙ্গে সারাদেশের মাদরাসাগুলোতে বিভিন্ন কোর্স-কর্মশালা হচ্ছে, সেগুলোতে সময় দেওয়া। বিশেষভাবে কোনো উস্তাদের নেগরানিতে মুতালা করা।

আওয়ার ইসলাম: আরো কী কী কাজ করতে পারে ছাত্র-শিক্ষক বা তরুণ আলেমরা?

মাওলানা মাহফুজুল হক কাসেমী:  সাধারণত নিজের বাড়িতে কম থাকা হয় । বাবা-মায়ের খেদমতের সুযোগ কম হয়। রমজানে বাবা-মায়ের খেদমতের সঙ্গে লেগে থাকা খুব জরুরি। মহল্লার মানুষদের দ্বীনি চাহিদা পূরণে কাজ করা। এ ছাড়াও সামাজিক কাজে অংশ নেওয়া যেতে পারে।

আওয়ার ইসলাম: যতটুকু জানি,আপনাদের শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ভর্তি শুরু ৬ই এপ্রিল— মাদরাসা ও ভর্তি বিষয়ে জানতে চাই?

মাওলানা মাহফুজুল হক কাসেমী: পুরাতন ছাত্রদের ভর্তির কাজ বার্ষিক পরীক্ষার পর কিছুটা এগিয়ে রাখা হয়েছে। মকতব-হিফজে ভর্তি চলমান। কিতাব বিভাগে ৬ই এপ্রিল থেকে ভর্তি শুরু হবে। ২০২১ সাল থেকে আমরা মজলিসে ইলমির মাধ্যমে মাদরাসার তালিমি কাজ পরিচালনা করে এসেছি। এ বছরও মাদরাসার অভ্যন্তরীণ সকল কাজ যথাযথ নিয়মে হওয়ার জন্য মজলিসে ইলমি গঠন করা হয়েছে। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে তালিম-তরবিয়তের মান উন্নয়নের লক্ষে কাজ চলছে।

মজলিসে ইলমির সিদ্ধান্তে এবার আমরা শুধু মুমতাজ(স্কলার) ছাত্র ভর্তি নেওয়ার পরিকল্পনা করেছি। তবে প্রথম বিভাগের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ। মাদরাসার ইফতা বিভাগ বিশেষভাবে ঢেলে সাজানো হয়েছে। সিলেবাস-কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে। কিতাব বিভাগেও ভালো পড়াশোনা, আমল-আখলাকের জন্য ফিকির করছি। মাদরাসার সামগ্রিক উন্নয়নে সবার কাছে খাস দোয়া চাই। আজ রাতে ওমরার সফরে যাচ্ছি। সবার কাছে নিরাপদ সফরের জন্য খাস দোয়া চাই।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ