শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

বাংলাদেশে এলেন শায়খ ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশে এসেছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা আফ্রিকা দেশের প্রখ্যাত পীরে কামেল আল্লামা শায়খ ইব্রাহীম আফ্রিকী।

আজ রবিবার (২ মার্চ) ইফতারের আগে তিনি হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এরপর তিনি রাজধানীর জামিয়া মাদানিয়া বারধিারা মাদরাসায় আসেন।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মুফতি জাবের কাসেমী।

তিনি বলেন, বাদ মাগরিব বারিধারায় আগমন করেন শায়খ ইব্রাহিম আফ্রিকী সাহেব দা. বা.। এসময় তিনি বেফাক মাহসচিব মাওলানা মাহফুজুল হকসহ উপস্থিত আলেমদের নিয়ে নির্মিতব্য বারিধারা মাদরাসা মসজিদের জন্য বিশেষ দোয়া করেন।

মুফতি জাবের কাসেমী রাত ৮টায় মুঠোফোনে প্রতিবেদককে জানান, শায়খ ইব্রাহিম আফ্রিকী এখন সাইনবোর্ডের উদ্দেশে রওনা দিয়েছেন।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারের রমজানে রাজধানীর সাইনবোর্ডে অবস্থিত 'জামিয়াতু ইবরাহীম' মাদরাসা-মসজিদে ইতিকাফ করবেন জানেশীনে ফকীহুল উম্মাহ শায়খ যাকারিয়া কান্ধলভী ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহ. এর খলিফা বিশ্ব বরেণ্য আলেম শায়খ ইবরাহীম আফ্রিকী।

তথ্য মতে রমজান মাসব্যাপী এতেকাফের এই আয়োজনে দারুল উলুম দেওবন্দের মুহতামিমসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও  বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকগণ।

বিদেশি অতিথিদের অভ্যর্থনা কমিটির প্রধান মুফতি আনিছুর রহমান কাসেমী জানান “দেশ-বিদেশের আলেমদের নিরাপত্তা, থাকা-খাওয়া, বিদ্যুৎ,পানি, যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করেছেন আয়োজক কমিটি”।

সেই সাথে বাংলাদেশের যারা অংশগ্রহণ করতে আসবেন তাদের জন্য নিজ জাতীয় পরিচয়পত্র, সংক্ষিপ্ত বিছানা, মশারী, প্রাথমিক ঔষধ সঙ্গে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ও আমন্ত্রণ জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ