বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

নির্বাচনের আগে ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার চান বাংলাদেশ খেলাফত মজলিস আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

নির্বাচনের আগে ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার চান বাংলাদেশ খেলাফত মজলিস আমীর মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগে ফ্যাসিবাদী হত্যাকারী শক্তির দৃশ্যমান কিছু বিচার হবে, সে আশাবাদ আমরা ব্যক্ত করেছি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

সব রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা আসার পর প্রধান উপদেষ্টা আগামী ছয় মাসের একটি টাইম ফ্রেম নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা আশা করেছেন আগামী ছয় মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা যাবে। এটি নিয়ে মূল আলোচনা হয়েছে আজ।

জুলাই-আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত জবার কথা ছিল, সেটি অতি দ্রুত সকলের ঐক্যমত্যে জাতির সামনে ঘোষণা করা হয়।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে সে প্রসঙ্গে আমরা বলেছি অবশ্যই চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের আগের বাংলাদেশ আমরা চাই না। ৪৭, ৭১ ও ২০২৪ কে ভিত্তি ধরে আগামীর বাংলাদেশ নির্মাণের প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে দিয়েছি।

এসময় নির্বাচন কবে হওয়া উচিত সাংবাদিকের এমন প্রশ্নে মাওলানা মামুনুল হক বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন হয় সে আশাবাদ ব্যক্ত করি।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ