শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর! পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

অনুমতি ব্যতীত ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

অনুমতি ব্যতীত গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকার ২ (দুই) কিলোমিটারের মধ্যে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ পুলিশ কমিশনারের কার্যালয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নিষেধাজ্ঞা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। বিশ্ব ইজতেমা দেশ বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লীদের সমাগম হয়। উক্ত মুসল্লীদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকার ২ (দুই) কিলোমিটারের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) এর অনুমতি ব্যতিত ০২-০২-২০২৫ খ্রিঃ তারিখ হতে ১৮-০২-২০২৫ খ্রিঃ পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিও সহ অন্য কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে, ড্রোন ব্যবহারে অনুমতি নিতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে পূর্বে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, আজ রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত চলাকালে সাংবাদিকের ড্রোন ধ্বসে পড়ে বিকট আওয়াজে আতঙ্কে হুড়োহুড়িতে আহত হয়েছে ৪১ মুসল্লি। বিষয়টি নজরে এনে মুসল্লিদের নিরপাত্তা নিশ্চিত করতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ