বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

ডিজিটাল হলে ৮০ ভাগ দুর্নীতি কমে যাবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববাসী বিশ্বাস করে সবক্ষেত্রে ডিজিটাল হলে পৃথিবী থেকে অন্তত ৮০ ভাগ দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. শামসুল আলম বলেন, জমিসংক্রান্ত কাগজপত্র তুলতে সাধান মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয়, ডিজিটাল হলে মানুষকে আর ভোগান্তিতে পড়তে হবে না। এ ক্ষেত্রটি নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে অনেক এগিয়েছে। বিধবা ও বয়স্ক ভাতাসহ সকল ভাতা এখন ঘরে বসেই মোবাইলে পাওয়া যাচ্ছে। ভালো কাজ করে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।

তিনি বলেন, কৃষিক্ষেত্রে আধুনিক চাষাবাদসহ ডিজিটাল সেবা চালু হয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। আমাদের সরকার কৃষক বান্ধব সরকার। কৃষিকে আধুনিকায়ন করার কারণে খাদ্য ঘাটতির দেশ থেকে আমরা এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। আগে আমরা বিভিন্ন দেশ থেকে খাদ্য সাহায্য নিতাম, আর এখন আমরা বিভিন্ন দুর্যোগে অন্যান্য দেশকে খাদ্য সহায়তা দিচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডিজিটাল প্রযুক্তি এবং তরুণ জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন স্থাপনের জন্য কার্যকর কর্মসূচি গ্রহণ অপরিহার্য। ডিজিটাল সংযুক্তি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তৈরির অন্যতম ভিত্তি। এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ