শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

মিশরের প্রখ্যাত আলেম ডক্টর ইউসুফ আল-কারযাভির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিশরীয় ইসলামি স্কলার, লেখক গবেষক আল্লামা আল্লামা ইউসুফ আল-কারযাভি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। খবর আল-জাজিরার

আল জাজিরার ব্রেকিং নিউজে জানা যায়, ডক্টর ইউসুফ আল-কুরযাভি আজ সোমবার বিকেলে কাতারে ইন্তিকাল করেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছে ৯৬ বছর।

ইউসূফ আল-কারযাভী হলেন একজন মিশরীয় ইসলামি স্কলার। ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখা তার কয়েকশ গ্রন্থ রয়েছে। সবগুলোই পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক তার অনুষ্ঠান তাকে পৃথিবীব্যাপি পরিচিত করে তোলে। তিনি মিশর ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর পরামর্শক। তাকে ব্রাদারহুড়ের শীর্ষস্থানীয় নেতা মনে করা হয়। তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীন এর সভাপতি ছিলেন।

৯ সেপ্টেম্বর ১৯২৬ সালে মিশরের গারবিয়্যা জেলায় জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন শুরু করেন ছোবেলাতেই। দশ বছর বয়স হবার আগেই হিফজ সম্পন্ন করেন। অতপর আল-আজহারের শিক্ষাপদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিকে তিনি সারা মিশরে দ্বিতীয় হন। আল আজহারের উসুলুদ দ্বীন অনুষদ থেকে অনার্সو মাষ্টাস এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি বিষয় ছিল “যাকাত এবং সামাজিক সমস্যা সমাধানে তার প্রভাব।”

প্রাথমিক জীবন
দুই বছর বয়সে তার বাবা মারা যান। চাচা তার শিক্ষাদিক্ষার ভার বহন করেন। ইখওয়ানুল মুসলেমিনের সাথে সম্পৃক্ততার কারণে তাকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। প্রথমবার ১৯৪৯ সালে। এরপর প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসেরের আমলে তিনবার। ১৯৫৪ সালের জানুয়ারিতে প্রথমবার। একই সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার। এবার তিনি ২০ মাস কারাগারে কাটান। শেষবার ১৯৫৩ সালে। ১৯৬১ সালে তিনি কাতারে প্রথম পাড়ি জমান। ১৯৭৩ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠা করেন এবং ডিপার্টমেন্ট প্রধান হিসেবে যোগ দেন।

পুরস্কার ও সম্মাননা
১৪১১ হিজরীতে ইসলামী অর্থণীতিতে অবদান রাখায় ব্যাংক ফয়সল পুরস্কার লাভ করেন। ১৪১৩ হিজেরীতে ইসলামী শিক্ষায় অবদানের জন্য আন্তর্জাতিক বাদশাহ ফয়সাল পুরস্কারের জন্য তাকে সিলেক্ট করা হয়। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত এ পদকটির পাওয়ার সন্মানটা এ বছর তার ভাগ্যে জোটে। ১৯৯৭ সালে ব্রুনাই সরকার তাকে হাসান বাকলি পুরস্কারে সম্মান প্রদান করে।

বাংলায় অনুদিত তার বই সমূহ
সুন্নাহর সান্নিধ্যে
ইসলামী পুনর্জাগরণ: সমস্যা ও সম্ভাবনা
ইসলামে হালাল হারামের বিধান
ঈমান ও সুখ
বুদ্ধিদীপ্ত জাগরণের প্রত্যাশায়
ইসলামের বিজয় অবশ্যম্ভাবী
আধুনিক যুগ ইসলাম কৌশল ও কর্মসূচী
ইসলাম ও চরমপন্থা
ইসলাম ও শিল্পকলা
ইসলামী রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ
ইসলামে অর্থনৈতিক নিরাপত্তা
ইসলামে এবাদতের পরিধি
ইসলামে দারিদ্র বিমোচন
ইসলামের যাকাতের বিধান ১ম ও ২য় খণ্ড
জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা
ইসলাম ও মানবিক মূল্যবোধ
(আমাদের দাওয়াত)জীবনবিধান ও ইসলাম
মানুষ মর্যাদা ও সৃষ্টির উদ্দেশ্য
উমর ইবনে আবদুল আজিজ
আলিম ও স্বৈরশাসক
ইমাম হাসান আল বান্না
ইসলামের ব্যাপকতা
তাকফির: কাফির ঘোষণায় বাড়াবাড়ি ও মূলনীতি
ইমাম বান্নার পাঠশালা
অর্থনৈতিক সমস্যা সমাধানে যাকাতের ভূমিকা

সূত্র: উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ